পুরুষরা কীভাবে যৌনাঙ্গ পরিষ্কার রাখবেন? ডাঃ শাহনাজ চৌধুরী।

 




comments,1
আমি কলকাতায় থাকি ৷ মাত্র দিনকয়েক আগেই ইউটিউব আপনার একটা ভিডিও সাজেস্ট করলো আমাকে ৷ মহিলারা কিভাবে পার্সোনাল হাইজিন মেনটেইন করবেন সেটা নিয়ে ৷ আমার এতই ভাল লাগলো আপনার আলোচনা যে সঙ্গে সঙ্গেই স্ত্রীকে শেয়ার করেছি ৷ বলেছি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ৷ আপনি অসাধারন ব্যক্তিত্বময়ী ও সৌন্দর্যময়ী মহিলা ৷ আপনার কণ্ঠস্বরও অসাধারন ৷ সবচেয়ে সুন্দর আপনার একেবারে প্রসঙ্গ ধরে আলোচনা ৷ একটাও বাড়তি কথা নেই আপনার বক্তব্যে ৷ খুবই সোজা সাপটা আলোচনা ৷ দু তিনজনের মন্তব্যে জানতে পারলাম যে আপনি বিটিভির শিশুশিল্পী ছিলেন গত শতাব্দীর মধ্য আটের দশকে ৷ আবার কিছুদিন সংবাদ পাঠক ও অভিনেতাও ছিলেন ৷ আপনার বাচনভঙ্গী অতি সুন্দর ৷ আপনার শিল্পীজীবন হয়তো এতে অনেক সাহায্য করেছে ৷ কলকাতা থেকে আমরা গত আটের দশকের শুরু থেকে টিভি সিগনাল বুষ্টার লাগিয়ে বিটিভির অনুষ্ঠান দেখতাম ৷ কলকাতায় বিটিভির ছবি খুব ভালো আসতোনা , তবে বিষয়বস্তুর গুনে আমাদের অসম্ভব আকর্ষিত করতো ৷ রবিবারের সকালে আমাদের মহান শিল্পী আব্বাসউদ্দিন সাহেবের সুযোগ্যা কন্যা "খালামণি"র অনুষ্ঠান সপরিবারে দেখতে বসতাম সব কাজ ফেলে রেখে ৷ টিভি নাটকগুলোও খুবই ভালো লাগতো ৷ আর প্রিয় ছিলো সন্ধ্যাবেলায় কলেজের ছাত্রছাত্রীদের বিতর্কসভা ৷ দারুন লাগতো ৷ ময়মনসিংহ কলেজের একজন ছাত্রের বক্তব্যপেশের কায়দা দারুন লাগতো ৷ ফাইনালে তাকে বামপন্থী হওয়ার কারনেই সম্ভবত অন্যায়ভাবে হারিয়ে দেওয়া হয়েছিলো ৷ জেতানো হয়েছিলো সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মেয়েকে ৷ আমি খুব হতাশ হয়েছিলাম সেজন্য ৷ সেই ছেলেটার নামটা এতদিন পরে আর স্মরণে আনতে পারছি না ৷ আপনাকে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই ৷ আপনার চ্যানেলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি ৷ বন্ধুদেরও বলবো আপনার অসাধারন চ্যানেলটার কথা ৷ আমার নমস্কার গ্রহন করুন ডাক্তারদিদি ৷
comments, 2
অসাধারণ তথ্যভিত্তিক, শিক্ষণীয় ও সময়োপযোগী আলোচনা। আপনার চমৎকার বাচনভঙ্গি, শুদ্ধ উচ্চারণ, প্রাসঙ্গিক ও গোছানো বিশ্লেষণ আমাকে মুগ্ধ করেছে। তাই তো এক মূহুর্তও দেরী করিনি আপনার চ্যনেলটি সাবস্ক্রাইব করতে। শেয়ার করেছি আমার স্ত্রীর সাথে। আপনাকে অনেকটা চেনা চেনা মনে হচ্ছে আমার। হয়তবা ডিএমসির স্টুডেন্ট ছিলেন আমাদের সময়ে। আমি নব্বই দশকে ঢাবির স্টুডেন্ট ছিলাম। এনিওয়ে, অনেক অনেক ধন্যবাদ ও দুয়া আপনার জন্য। ❤

আপনার এই শিক্ষামূলক ভিডিও দেয়ার জন্য ধন্যবাদ। আপনি পিজি হাসপাতালে ডাক্তার ছিলেন ।আপনি এমন শিক্ষামূলক ভিডিও দিলে আমরা অনেক সচেতন ও উপকৃত হব। ধন্যবাদ আপনাকে।
Post a Comment (0)
Previous Post Next Post